টেলারের দোকানে অগ্নিকাণ্ডের জেরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ির বর্ধমান রোডের একটি টেলারের দোকানে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ালো।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে স্থানীয় এলাকাবাসীরা ওই দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে।এরপরে দমকল বিভাগকে খবর দিলে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন এই অগ্নিকাণ্ডের জেরে আশেপাশে থাকা আরো বেশ কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।
এদিকে খবর পেয়ে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ও সিপিআইএম এর শিলিগুড়ির বিদায়ী বিধায়ক অশোক ভট্টাচার্য ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথাও বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।