সুজয় খানঃ হুগলীঃ এক বিজেপি সমর্থিত পরিবারের গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল হুগলীর গোঘাটের বদনগঞ্জ এলাকায়। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতা গৃহবধূর নাম মাধবী আদক (৫০)।
https://www.youtube.com/watch?v=xCMPAW-09yU
ঘটনাটিতে অভিযোগের তীর গেছে তৃণমূলের দিকে। ঘটনাটির জেরে এখানকার বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক ঘটনাস্থলে হাজির হন। বিজেপির অভিযোগ, সোমবার রাত থেকে এই এলাকায় পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর থেকে বেশ কিছু বহিরাগত দুষ্কৃতী এলাকায় ঢোকে। তারাই এই আদক পাড়ায় আক্রমণ করে। আর এই পরিবারও আক্রমণের হাত থেকে বাদ যায়নি। মাধবীকে বহিরাগত দুষ্কৃতীরা আটকায়। তাকে বন্দুকের বাঁট দিয়ে মারে ও বুকে লাথি মারে বলে অভিযোগ করা হয়। এরপরে তাকে তারা ঠেলে ফেলে দেয়। তারপরেই তিনি এদিন রাত একটা নাগাদ মারা যায়”।
Sponsored Ads
Display Your Ads Hereতারপরেই এলাকায় বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে এলাকায় গোঘাট থানার পুলিশ হাজির হয়। তারা মৃতদেহ উদ্ধার করতে যায়। তখন গ্রামবাসীরা বাধা দেন। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শেষমেশ ভোরের দিকে মৃত দেহটি পুলিশ উদ্ধার করে। যদিও এলাকার তৃণমূলের নেতৃত্ব এই অভিযোগটি অস্বীকার করেছেন।