নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গতকাল কোচবিহারের দিনহাটা দুই নম্বর ব্লকের মহাকালহাট এলাকায় স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বিজেপি নেতা তথা প্রেমিককে না পেয়ে দাদা ও বাবাকে খুনের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির এসসি মোর্চার মণ্ডল সভাপতি প্রদীপচন্দ্র অধিকারীর সাথে তৃণমূল কর্মী সুশান্ত বর্মনের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে সুশান্ত প্রদীপচন্দ্রের বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু গতকাল হঠাৎই সুশান্ত ওই বিজেপি নেতার দাদা প্রভাতের উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করেন। তবে সুযোগ বুঝে প্রভাত সেখান থেকে পালিয়ে যেতেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা প্রদীপের বাবা বিনোদচন্দ্র অধিকারীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বিনোদচন্দ্রবাবুকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সুশান্তকে গ্রেপ্তার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন এই প্রসঙ্গে বলেন, ‘‘এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক ঘটনা। এই ঘটনার সাথে রাজনীতির কোনোরকম যোগসূত্র নেই’’।