নিজস্ব সংবাদদাতাঃ পরশুড়াঃ পুরশুড়ার শ্যামপুর পঞ্চায়েতের ফুলপুকুর গ্রামে একটি পরিবারে কন্যাসন্তান হওয়ায় খোদ বাবাই নিজের চার মাসের শিশুকন্যাকে আছাড় মেরে খুন করলেন। এই ঘটনাটিকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহত শিশুকন্যার নাম পিয়ালি মালিক।
স্ত্রী প্রিয়া মালিক এই ঘটনাটির পর পুরশুড়া থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যে, তাদের একটি মেয়ে আছে। কিন্তু দ্বিতীয়বার পুত্রসন্তান না হয়ে কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই পেশায় রাজমিস্ত্রী স্বামী সমীর মালিক অশান্তি করতে শুরু করে। এমনকি মাঝে মাঝেই পিয়ালির উপরই ক্ষোভ উগরে দিত।
এদিন স্বামী কাজ সেরে বাড়িতে এসে মেয়ে কাঁদছে দেখে ভীষণ রেগে গিয়ে শ্বাসরোধ করে মেঝেতে আছাড় মারে। ফলে ঘটনাস্থলেই পিয়ালির মৃত্যু হয়। এরপরই পুলিশ এই অভিযোগের ভিত্তিতেই বাড়িতে অভিযুক্ত সমীরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ছোটো শিশুকন্যার মৃত্যুতে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।