নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের মির্জামুরাদ থানা এলাকায় এক জন যুবক ট্রেনের কামরায় বসার জায়গা না পাওয়ায় স্ত্রী ও ৩ বছর বয়সী মেয়েকে নিয়ে দরজার সামনে বসেছিলেন। কিন্তু শিশুটি সেখানে খেলতে খেলতেই চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিল। আর মেয়েকে বাঁচাতে গিয়ে ওই যুবক চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিতেই বাবা-মেয়ে দু’জনেরই মৃত্যু হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, বিহারের দ্বারভাঙার বাসিন্দা ৩২ বছর বয়সী হিরা রায়িন কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। গতকাল ওই যুবক স্ত্রী-কন্যা এবং শ্যালককে নিয়ে নয়াদিল্লি থেকে স্বতন্ত্রতা সেনানি এক্সপ্রেসে করে দ্বারভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে ট্রেনের সাধারণ কামরায় জায়গা না হওয়ায় স্লিপার কোচে যান।
Sponsored Ads
Display Your Ads Here
সেখানে টিকিট পরীক্ষক তাদের আসনের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বসার আসন না থাকায় ট্রেনের স্লিপার কোচের দরজার সামনে বসেছিলেন। আর সেখানেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পরই ওই যুবকের স্ত্রী চেন টেনে ট্রেন থামান।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর অন্য যাত্রীরা দুর্ঘটনাস্থলে ছুটে যান। তারপর ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় মৃতদেহগুলি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনার কারণে প্রায় ৩০ মিনিট ট্রেনটি দাঁড়িয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here