মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার হাবড়া থানার অন্তর্গত কুমড়া পঞ্চায়েতের বারুইপাড়া এলাকায় ১১৯ বছর বয়সী দেবেন হাজরা নামে এক জন বৃদ্ধের মৃত্যুতে শতাধিক মানুষ ডিজে বাজিয়ে শ্মশানে গেলেন।
নাতি-নাতনিদের দাবী, ‘‘দাদু এভাবেই বিদায় চেয়েছিলেন। শোক তো রয়েছে। কিন্তু তিনি আনন্দের সঙ্গে বিদায় নিতে চেয়েছিলেন। তাই সেই ইচ্ছেকে সম্মান জানিয়ে ডিজের তালে নাচতে নাচতে বিদায় জানানো হয়েছে।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাংলার ১৩১০ সনে জন্ম দেবেন হাজরার। যাত্রাপ্রিয় মানুষ ছিলেন। গ্রামের নানা মানুষকে অভিনয়ও শেখাতেন। রাজ্যের বিভিন্ন জায়গায় যাত্রা করতে যেতেন। সেই থেকে তাকে গ্রামবাসীরা যাত্রাগুরু হিসেবে ‘মাস্টারমশাই’ নামে চেনেন। সংসারে থেকেও সাধুর জীবন কাটাতেন। দেবেনবাবুর মৃত্যুতে প্রায় হাজারখানেক মানুষের ভিড় চোখের পড়ার মতো ছিল।