নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের মুঙ্গেরের একটি খ্যাতনামা কলেজে পরীক্ষার মাঝে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের মোবাইলের টর্চ জ্বালিয়ে উত্তর লেখার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গতকাল কলেজে বিএ প্রথম বর্ষের ইতিহাস পরীক্ষা চলছিল। তখন ঝড়বৃষ্টি শুরু হতেই বিদ্যুৎ চলে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য অন্ধকার নেমে এসেছিল। তাই পরীক্ষার হলগুলিতে আলো জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু জেনারেটর কাজ না করায় হঠাৎ করেই আলো নিভে যায়।
ফলে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের মোবাইলের টর্চ জ্বালিয়ে বাকি পরীক্ষা শেষ করতে বললে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আবার অনেকে এই অব্যবস্থা নিয়ে সরবও হয়েছেন। তবে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি দিলেন কিভাবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
কলেজের এক আধিকারিক সঞ্জয় ভারতী জানান, “আমরা অসহায় ছিলাম। জেনারেটর চালু হচ্ছিল না। যেহেতু পরীক্ষা বাতিল করা সম্ভব ছিল না তাই বাধ্য হয়েই পরীক্ষার্থীদের মোবাইলের টর্চ জ্বালিয়ে লিখতে বলা হয়েছে।”
মুঙ্গের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক রাম আশিস বলেন, “পরীক্ষাকেন্দ্রের সুপারকে শো কজ করা হয়েছে। আর বিকল্প ব্যবস্থা না থাকার কারণ চাওয়া হয়েছে। এর পাশাপাশি সব কলেজগুলিকে এই রকম অবস্থা হলে বিকল্প রাস্তা তৈরী রাখার নির্দেশ দিয়েছেন।”