নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ সারা দেশ জুড়ে হিজাব নিয়ে বিতর্কের জেরে নতুন উত্তেজনা তৈরী হলো। এবার কর্ণাটকের উদুপির বিদ্যাদয় পিইউ কলেজে হিজাব পরে আসার কারণে দুই জন ছাত্রীকে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা দিতে দেওয়া হলো না। ফলে পরীক্ষা দিতে না পারায় দুই জন ছাত্রী কলেজ চত্বর ছেড়ে চলে যায়।
সূত্রের ভিত্তিতে জানা যায়, রেশম ও আলিয়া আসাদি নামে ওই দুই জন পড়ুয়া অ্যাডমিট কার্ড সংগ্রহ করে প্রথমে ক্লাসে ঢুকে হিজাব পরে পরীক্ষা দিতে দেওয়ার আবেদন জানান। কিন্তু আলিয়া এবং রেশমকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় যে, ‘তারা হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না।’
প্রায় ৪৫ মিনিটে ধরে আলিয়া ও রেশম পরিদর্শক এবং কলেজের অধ্যক্ষকে অনুরোধ করলেও অবশেষে আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের নিষেধাজ্ঞা মেনে আলিয়া এবং রেশমকে পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত করা হয়। যার জেরে ওই দুই জন ছাত্রী বাধ্য হয়ে কলেজ চত্বর ছেড়ে বের হয়ে যায়।