চয়ন রায়ঃ কলকাতাঃ আজ আচমকাই আইএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর রসায়নের প্রথম পত্রের পরীক্ষা বাতিল হয়ে গেল। পরীক্ষা শুরু হতে দু’ঘণ্টা আগে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জামিনেশন (সিআইএসসিই) জানিয়ে দেয়, ‘সোমবারের পরীক্ষা অপ্রত্যাশিত কারণবশত বাতিল করা হয়েছে। ২১ শে মার্চ বৃহস্পতিবার দুপুর ২টোর সময় দ্বাদশ শ্রেণীর রসায়নের প্রথম পত্রের পরীক্ষা হবে।’
কিন্তু পরীক্ষা বাতিল করার কারণ নিয়ে বিশদে কিছু জানানো হয়নি। এদিন বেশীর ভাগ পরীক্ষার্থীই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে হঠাৎ করে পরীক্ষার্থী ও অভিভাবকেরা এই খবর পেয়ে রীতিমতো বিপাকে পড়েন। প্রসঙ্গত, ১২ ই ফেব্রুয়ারী সোমবার থেকে আইএসসির পরীক্ষা শুরু হয়। আর ৩ রা এপ্রিল বুধবার পরীক্ষা শেষ হওয়ার কথা।
Sponsored Ads
Display Your Ads Here
সকাল ৯টায় এবং দুপুর ২টোয় আইএসসির পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিলি করে দেওয়া হয়। মে মাসে ফল ঘোষণা করা হবে। আর ফলাফল বেরোনোর চার দিনের মধ্যে পরীক্ষার্থীরা রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ফলপ্রকাশ হওয়ার দু’মাস অবধি বোর্ড উত্তরপত্রগুলি সংরক্ষণ করে রাখবে। এরপর তা নষ্ট করে ফেলা হবে।
Sponsored Ads
Display Your Ads Here