Indian Prime Time
True News only ....

বদলে গেল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিন

- Sponsored -

- Sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

রায়া দাসঃ কলকাতাঃ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন যে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ১৪ ই ফেব্রুয়ারী শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর ২৪ শে ফেব্রুয়ারী সোমবার শেষ হবে। কিন্তু গতকাল মধ্যশিক্ষা পর্ষদ জানায়, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য যে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনটি নিয়ে বিতর্ক হয়েছিল। ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছর ১৪ ই ফেব্রুয়ারী ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ও শবেবরাত থাকায় রাজ্য সরকারের ছুটি থাকে। আর বিদ্যালয়ও ছুটি থাকে। ফলে ওই দিন পরীক্ষা হওয়া নিয়ে শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন। তবে শিক্ষা দপ্তর সূত্রের বক্তব্য ছিল, ‘‘মাধ্যমিক পরীক্ষার ওই সূচী সম্ভাব্য। পর্ষদের ওয়েবসাইটে যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে, তখন সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সূচী দেওয়া হবে।’’

- Sponsored -

- Sponsored -

আবার এর প্রেক্ষিতে প্রশ্ন উঠেছিল, যখন মাধ্যমিক পরীক্ষার সূচীর কথা ঘোষণা করা হয়, তখন একবারও সম্ভাব্য কথাটা বলা হয়নি। এর আগে কোনো বার মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সূচীও দেওয়া হয়নি। একটাই চূড়ান্ত সূচী দেওয়া হয়। আর সেটাই ধরে নেওয়া হয়। এমনকি প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন পরের বারের মাধ্যমিক পরীক্ষার সূচী দেওয়া হয়। এবার সব দিক খতিয়ে না দেখে পরীক্ষা শেষ হতেই তাড়াহুড়ো করে পরের বারের সূচী ঘোষণা করে দেওয়া হয়েছিল।

যদিও পরবর্তীতে পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক পরীক্ষার সূচী পরিবর্তনের কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে যে, ‘১৪ ই ফেব্রুয়ারীর পরিবর্তে আগামী ১২ ই ফেব্রুয়ারী বুধবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর ফেব্রুয়ারী মাসেই পরীক্ষা শেষ হবে। এছাড়া চলতি বছর যেদিন মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ সেদিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচী জানিয়ে দেওয়া হবে।’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored