চয়ন রায়ঃ কলকাতাঃ করোনা আবহে দীর্ঘ এক বছর থেকে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কিন্তু করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরায় গত দুমাস ধরে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চলছিল। তবে পুনরায় অন্যান্য রাজ্যের পাশাপাশি এই রাজ্যেও করোনা সংক্রমণের হার প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে।
তাই রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতিতে রাশ টানতে উচ্চ পর্যায়ের এক বৈঠকের মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, করোনা পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। আর আগামী মঙ্গলবার থেকেই আপাতত জুন মাস পর্যন্ত রাজ্যের সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে। ফলে মঙ্গলবার থেকেই রাজ্যের সব বিদ্যালয়ে গরমের ছুটি শুরু হবে। তাই শিক্ষার্থী সহ শিক্ষক-শিক্ষিকাদেরও বিদ্যালয় যেতে হবে না।
Sponsored Ads
Display Your Ads Here
এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে ৮ হাজার। তাই আগের মতো বর্তমানেও অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে পঠন-পাঠন চালানো হবে।