নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মানিকচক থানার অন্তর্গত নুরপুর গ্রামে ভয়াবহ আগুনে একটি তুলো কারখানা পুড়ে ছাই হয়ে গেলো। ওই কারখানার আগুন ছড়িয়ে বেশ কয়েকটি ঝুপড়িও একেবারে ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে আতঙ্ক গ্রাস করেছে।
জানা গিয়েছে, তুলো মজুত থাকায় এই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আশপাশের আটটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। এলাকার বাসিন্দারা প্রাথমিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগুন জল দিয়ে নেভানোর চেষ্টা করেন। তবে দমকল বাহিনীকে খবর দেওয়া মাত্র কিছুক্ষণের মধ্যে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্টসাকির্ট থেকে এই আগুন ছড়িয়েছে। ওই কারখানাটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। যদিও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই তুলো কারখানার মালিক মহম্মদ রাজু জানিয়েছেন, “কারখানাটি পুড়ে গিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে”।