নিজস্ব সংবাদদাতাঃ হিমাচলপ্রদেশঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচলপ্রদেশ। কোথাও ধস, কোথাও হড়পা বান, কোথাও বা নদী দুকূল ছাপিয়ে লোকালয়ের মধ্যে দিয়ে বইছে। কিন্তু রবিবারের রাতের পর পরিস্থিতি একেবারে বদলে ভয়াবহ হয়ে উঠেছে।
মান্ডি জেলায় বিতস্তা নদীর উপর পং বাঁধ থেকে ১১২ কিলোমিটার উপরের দিকে পান্ডো ডাইভারসন বাঁধ। বৃষ্টির অতিরিক্ত জল এই বাঁধ থেকে পং বাঁধের দিকে ছাড়া হয়। অথবা শতদ্রু নদীর দিকে ওই জল ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু গত কয়েক দিন ধরে একটানা বৃষ্টির জেরে পান্ডো বাঁধের উপর চাপ বাড়তে থাকায় জল ছেড়ে দেওয়া হয়। আর সেই জল পং বাঁধে পৌঁছে যায়।
এরপর পং বাঁধে চাপ বেড়ে যাওয়ায় ফ্লাডগেট খুলে দেওয়া হয়। ফলে পং বাঁধের কাছের শহর পান্ডো ধীরে ধীরে জলের তলায় যেতে শুরু করে। শহরবাসীদের অভিযোগ, “আগাম না জানিয়েই জল ছেড়ে দেওয়ায় কোনোরকমে ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হয়েছে।
আচমকা জলস্তর বেড়ে যাওয়ায় ইতিমধ্যে এই শহর ধীরে ধীরে ন’ফুট জলের তলায় চলে যায়। এদিকে হিমাচল প্রদেশে বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে ইতিমধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে।