নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায় খুকুড়দহ থেকে একটি ইঞ্জিন চালিত মাটি বোঝাই ভ্যান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মৃত্যু হয় খালাসির। ও গুরুতর আহত হয় চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত খালাসীর নাম শুভ দলুই। বয়স ৩৩ বছর। এরপর এলাকাবাসীরাই গুরুতর আহত চালককে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। এই দুর্ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।