মাঝপথে আচমকাই থমকে গেল শাবক সহ হাতির দল
নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ একটি জঙ্গল থেকে অপর আরেকটি জঙ্গলে যাওয়ার পথে মাঝেই দাঁড়িয়ে গেল শাবক সহ হাতির দল। এই ঘটনাটি জলপাইগুড়ির বানারহাট এলাকায় ঘটেছে।
জানা গেছে, মূলত দিনের আলো ফুটে যাওয়ায় হাতির দলটি মোরাঘাট সংলগ্ন এয়ার ফিল্ডের মাঠে দাঁড়িয়ে গিয়েছে। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। এদিন সকালেই হাতির দলকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হয়েছিল।
কিন্তু তা কোনোভাবেই সম্ভব হয়নি। তাই বনকর্মীরা বাধ্য হয়ে সন্ধ্যার অন্ধকার নামার অপেক্ষায় রয়েছে। সন্ধ্যাবেলার পরই জঙ্গলে ফেরানো জন্যে ড্রাইভ দেওয়া হবে৷
রেঞ্জার শুভাশিস রায় বলেন, “রেতির জঙ্গল থেকে মোরাঘাট জঙ্গলের দিকে যাওয়ার পথেই আচমকাই মাঝখানে দাঁড়িয়ে যায়। তবে কাউকে হাতির দলের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। বনকর্মীরা কড়া নজরদারি চালাচ্ছে”।