অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ আবারও শহরে তাপমাত্রার পারদ কিছুটা চড়লো। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রী বেশী। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রী সেলসিয়াস। মূলত পশ্চিমী ঝঞ্ঝা আটকে যাওয়ার কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীর হয়ে ঢুকে পড়েছে। যার প্রভাবে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
পশ্চিমাঞ্চলে একাধিক জায়গায় তাপমাত্রা দশের নীচে নেমে গেলেও তা আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। এই মাসের মাঝামাঝি যেভাবে পারদ পতন হয়েছিল তা ২০০৫ ও ২০১৬ সালেও ঘটেছিল।