নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সসরগরম দেশ তথা রাজ্য-রাজনীতি। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই শুরু হলো বাংলার নির্বাচনী বৈঠক। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় অফিসে বাংলার নির্বাচনী বিশেষ বৈঠক হয়েছে।
গতকাল সন্ধ্যেবেলাতে দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপি নেতারা বৈঠকের জন্য হাজির হয়েছিলেন। কিন্তুু প্রধানমন্ত্রী হাজির হতেই বৈঠক বিশেষ মাত্রা পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৈঠকের শুরুতেই উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে আসেন। এরপর তাদের উপস্থিতিতেই বাংলার নির্বাচনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here