মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার দমদম নাগেরবাজার উড়ালপুলে একটি বাইককে একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারতেই বাইকের পিছনে বসে থাকা মহিলা উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান। এই ঘটনায় দুই জন বাইক আরোহী আহত হয়েছেন।
জানা গেছে, দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগরের হেলথ ইনস্টিটিউট রোডের বাসিন্দা ৩৬ বছর বয়সী অসীম বিশ্বাস তার ৩০ বছর বয়সী বিউটি বিশ্বাসকে নিয়ে উড়ালপুল ধরে নাগেরবাজার মোড়ের দিকে আসছিলেন। এমন সময় উড়ালপুলের উপর একটি গাড়ি পিছন থেকে এসে বাইকে ধাক্কা মারে।
ফলে সেই ধাক্কাতেই অসীমবাবু উড়ালপুলেই পড়ে যান। আর বিউটি দেবী ছিটকে উড়ালপুল থেকে নীচে কাজিপাড়ার কাছে পড়ে যান। এরপর প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে অসীমবাবুকে সেখান থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অন্য দিকে বিউটি দেবীকে নাগেরবাজারের বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মৃত্যু হয়। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে শেষ এক ঘণ্টায় বিউটি দেবী তিন বার হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। দমদম থানার পুলিশ ঘটনাটির তদন্তে নেমে ঘাতক গাড়িটি সহ গাড়ির চালককে গ্রেপ্তার করেছে।