চয়ন রায়ঃ কলকাতাঃ পুনরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার মানিকতলায়। আজ মধ্য কলকাতার মানিকতলার সাহিত্য পরিষদ রোডের একটি ব্যাটারি কারখানা ভয়ংকর আগুনে জ্বলে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, “এইদিন দুপুরে স্থানীয়রা প্রথমে ওই তিনতলা বিল্ডিংয়ের দোতলা থেকে অনবরত ধোঁয়া বের হতে দেখেন। এই কারখানার পাশেই একটি ভোজ্য তেলের গুদাম আছে। যার ফলে দুটিতেই দাহ্য পদার্থ ভর্তি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তিনতলাতেও আগুন লেগে যায়”।
Sponsored Ads
Display Your Ads Hereআগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছায়। কিন্তু অত্যন্ত ঘিঞ্জি পরিবেশ হওয়ায় দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দলও উপস্থিত হয়।
Sponsored Ads
Display Your Ads Hereগোটা ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়।