নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার পলাশিপাড়ায় বড় নলদহ চৌরাস্তা মোড় সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসের পাশ থেকে এক জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকা থেকে দুর্গন্ধ বের হওয়ায় এলাকাবাসীদের সন্দেহ হয়। এরপর খোঁজাখুঁজি শুরু করতেই তৃণমূলের পার্টি অফিসের পাশ থেকে একটি পাঁচিল ঘেরা জায়গায় পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারপর পলাশিপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে পাঁচিল ভেঙে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। স্থানীয়দের দাবী, “ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। আর ওই এলাকায় মাদক সেবন করতে এসেই মৃত্যু হয়েছে।”