অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ উঁচু থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে একবালপুরের ময়ূরভঞ্জ রোডের বাসিন্দা ২২ বছর বয়সী মহম্মদ সাজ্জাদ নামে এক যুবকের।
জানা গেছে, মঙ্গলবার সাজ্জাদ ঘুড়ি ওড়ানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু রাতেরবেলা আর বাড়ি ফেরেনি। পরের দিন পাড়ার একটি বাড়ির ছাদে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
লালবাজারের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। আবার ফরেন্সিক দলও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, সাজ্জাদ ঘুড়ি ওড়াতে পাড়ার কোনো একটি বাড়ির ছাদে উঠেছিল। এরপর সেখান থেকে কোনো ভাবে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
তবে সাজ্জাদের পরিবারের দাবী, ‘‘সম্প্রতি তার একদল ছেলের সঙ্গে টাকা নিয়ে বিবাদ চলছিল। ওই দিন রাতেরবেলা সাজ্জাদকে তারা বাড়িতে খুঁজতেও আসেন।’’ তাই ওই যুবকদের সাজ্জাদের মৃত্যুর সাথে কোনো যোগ রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছেন। পাশাপাশি উঁচু থেকে পড়ে গেল কিভাবে তা জানতে তথ্য প্রমাণ সংগ্রহ সহ আত্মীয়-পরিজন ও প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছেন।