মিনাক্ষী দাসঃ গত ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট (টিচার এলিজিবিলিটি টেস্ট) গ্রহণের প্রক্রিয়া শুরু করে। আড়াই লক্ষের উপরে আবেদনপত্র জমা পড়েছিল। কিন্তু নানা কারণে গত তিন বছরেও এই পরীক্ষা নিতে পারেনি পর্ষদ।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তির মাধ্যমে আজ জানানো হয়েছে আগামী ৩১ জানুয়ারী বেলা ১ টা থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত টেট পরীক্ষা হবে। পরীক্ষাটি ১৫০ নম্বরের হবে। পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। আর শুধুমাত্র যারা ইতিমধ্যে আবেদনপত্র পূরণ করে ফেলেছেন তাদেরই কেবলমাত্র পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।
Sponsored Ads
Display Your Ads Hereইতিমধ্যেই প্রাথমিক শূন্যপদে ১৬ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১০ ই জানুয়ারী থেকে ১৭ ই জানুয়ারী পর্যন্ত এই পদে নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু হওয়ার কথা। তবে আজকের এই ঘোষণায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলল টেট পরীক্ষার্থীরা।