নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর তুতিকোরিন এলাকায় পরিবারের অমতে বিয়ে করায় মেয়ে-জামাইকে শ্বশুরের হাতে খুন হতে হলো। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়ে যায়।
মাদুরাইয়ের পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের আপত্তি সত্ত্বেও এক তরুণী এক যুবককে বিয়ে করেন। আর পুলিশকে জানায়, ‘‘দু’জনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজের ইচ্ছায় বিয়ে করেছেন।’’ নবদম্পতিকে যাতে হেনস্থা না করা হয় তাই এলাকাবাসীরা ওই তরুণীর পরিবারকেও বোঝান।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ওই তরুণী কলেজে পড়াশোনা চালানো কালীন শুধুমাত্র বিদ্যালয়ের গণ্ডি পেরোনো যুবককে বিয়ে করেছে। ফলে ওই তরুণীর বাবা তা মেনে নিতে না পারায় মেয়ে-জামাইকে কুপিয়ে খুন করলেন। এদিকে তরুণীর পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয় যে, ‘‘বাড়ির মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না।’’
Sponsored Ads
Display Your Ads Here
যদিও ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তি তথা ওই তরুণীর বাবাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশ এই ঘটনা নিয়ে বিশদে তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here