Indian Prime Time
True News only ....

দেশে দৈনিক সংক্রমণ প্রায় ৪৫ হাজার ছুঁইছুঁই

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৪৩ হাজারেরও বেশী মানুষ। মৃত্যু হলো ৩৩৮ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল অবধি দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১ জন। মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জন।

প্রতিদিনই করোনার গ্রাফ ওঠানামা করছিল কিন্তু গতকাল এক ধাক্কায় করোনা সংক্রমণ ৪৩ হাজারের গণ্ডি পার করলো। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪। গত ২৪ ঘণ্টাতেই দেশে  ৪০ হাজার ৫৬৭ জন করোনামুক্ত হয়েছেন। ইতিমধ্যেই ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮ জন করোনামুক্ত হয়েছেন। আর গতকাল পর্যন্ত দেশে ৭১ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৪২৮ জনকে করোনা ভ্যাক্সিন দেওয়া হয়েছে।

- Sponsored -

- Sponsored -

দেশের অন্য রাজ্যগুলিতে করোনা সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণের রাজ্য কেরলে করোনার সংক্রমণ বিপজ্জনক আকার নিয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই নতুন করে ৩০ হাজার ১৯৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। আর ১৮১ জনের মৃত্যু হয়েছে।

কেরলে সাপ্তাহিক লকডাউন, নাইট কারফিউ সহ একাধিক বিধি-নিষেধ আরোপ থাকলেও করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে চলেছে। ইতিমধ্যেই কেরলে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক জন কিশোরের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেও ৪ হাজারের বেশী মানুষ নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। যদিও অনেকেই মনে করছেন মহারাষ্ট্রে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored