নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ ভূমিধসের জেরে রাস্তা বন্ধ থাকায় বাধ্য হয়ে বৃদ্ধ স্বামী অসুস্থ স্ত্রীকে কাঁধে চাপিয়ে প্রায় ২২ কিলোমিটার দূরের হাসপাতালে ছুটলেন। কিন্তু অবশেষে সব প্রচেষ্টাই জলে চলে গেলো। ব্যর্থ হলেন স্বামী।
জানা গেছে, ৬০ বছর বয়সী সিধালিবাই পাডভি মহারাষ্ট্রের চাঁদসাইলি গ্রামে থাকতেন। গতকাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। এই পরিস্থিতিতে ৬৫ বছর বয়সী স্বামী আদলিয়া পাডভি স্থানীয় হাসপাতাল বন্ধ থাকার কারণে উদ্বিগ্ন হয়ে ওঠে।
এর পাশাপাশি ভূমিধসের জেরে রাস্তাও বন্ধ থাকায় যানবাহন চলছে না। তাই শেষমেশ আদলিয়া সিধালিবাইকে কাঁধের উপর চাপিয়েই ২২ কিলোমিটার দূরে গ্রামীণ হাসপাতালের উদ্দেশ্য রওনা হন। পাহাড়ি পথে এতোটা রাস্তা অতিক্রম করা যথেষ্ট কষ্টসাধ্য হলেও হাল ছাড়েননি।
বৃদ্ধ স্বামী আপ্রাণ স্ত্রীকে বাঁচাতে মরিয়া চেষ্টা করেও শেষরক্ষা করতে পারলেন না। অতঃপর স্ত্রী রাস্তাতেই প্রাণ হারানোয় বৃদ্ধ স্বামী শোকস্তব্ধ হয়ে পড়েন।
এই ঘটনা জানার পরই স্থানীয় প্রশাসনের তরফ থেকে দ্রুত রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়।