নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ হু হু করে বেড়েই চলেছে করোনার দাপট। গতকাল দেশে করোনা সংক্রমিত হয়েছিলেন প্রায় ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। আর মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের। আজ আবারও সেই সংখ্যা গতকালের তুলনায় ১৭ হাজার ছাড়ালো।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশ জুড়ে করোনা সংক্রমণের পাশাপাশি প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জন। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৩ হাজার ২৭৯ জন। সবমিলিয়ে দেশে মোট অ্যাকটিভ কেস এক ধাপে বৃদ্ধি পেয়ে ২৪ লক্ষ ২৮ হাজার ৬১৬ জন হয়েছে।
আজকের এই পরিসংখ্যান গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। মোট আক্রান্তের নিরিখে ভারতবর্ষ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। ও মোট মৃত্যুর নিরিখে চতুর্থ স্থানে রয়েছে।
দেশের বিভিন্ন রাজ্যেই চিকিত্সা পরিকাঠামো বেহাল হয়ে পড়েছে। হাসপাতালে বেড, অক্সিজেন সহ চিকিত্সকের অভাবেই অসংখ্য রোগীর মৃত্যু ঘটছে।