নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের পনেরো নম্বর ওয়ার্ডের বকরিবাড়ি এলাকায় বরাদ্দ রেশন না পেয়ে গ্রাহকরা বিক্ষোভ শুরু করেন। মাসের পর মাস আঙুলের ছাপ দিয়ে স্লিপ ধরিয়ে দেওয়ার পরও রেশন না পাওয়ায় এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ওয়ার্ডের দেড়শো জন এলাকাবাসী মীনা পাল নামের এক জন রেশন ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করেন। মীনা দেবীর দুই ছেলে এই রেশন দোকান চালান। অভিযোগ উঠছে, “দীর্ঘদিন ধরে তারা গ্রাহকদের স্লিপ ধরিয়ে দিচ্ছে। কিন্তু রেশন দিচ্ছে না। ফলে রেশন না পেয়ে এদিন এলাকার গ্রাহকরা বিক্ষোভে সামিল হন।” রেশনের ডিস্ট্রিবিউটার ও স্থানীয় কাউন্সিলর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তবে সমস্যা মেটেনি। ডিস্ট্রিবিউটরের বক্তব্য, “সব বরাদ্ধ মাল দেওয়া হয়। কিন্তু রেশন ডিলার মাল গ্রাহকদের দিতে পাচ্ছেন না। খাদ্য দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
কাউন্সিলরও এলাকায় এসে রেশন না পাওয়ার সমস্যার কথা স্বীকার করছেন। এদিকে, রেশন ডিলারের বক্তব্যে প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে। ডিস্ট্রিবিউটর পর্যাপ্ত মাল দিলেও গ্রাহকদের দিতে পাচ্ছেন না কেন? এমনকি বরাদ্ধ মাল কোথায় যাচ্ছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। স্বাভাবিক ভাবেই এলাকাবাসীরা রেশন ডিলারের এহেন কাজে ক্ষুদ্ধ হয়ে পড়েছেন। যদিও, খাদ্য নিয়ামক এই ব্যাপারে কি ব্যবস্থা নেন, এখন গ্রাহকরা সেই অপেক্ষাতেই রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here