নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ অন্ধ্রপ্রদেশের গুন্টুরে পুলিশ বাজেয়াপ্ত করা পঞ্চাশ লক্ষ টাকার মদ নষ্ট করছিল। আর ওই বোতল গুঁড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার আনা হয়েছিল। কিন্তু জনতার দাপটে সেই কাজ ভেস্তে গেল। আর স্থানীয়রা বুলডোজার আটকে নষ্ট করতে আনা মদের বোতল নিয়ে চম্পট দিলেন। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মদের অনেকগুলি বোতল রাস্তার উপর সারি বেঁধে সাজানো হয়েছে। সামনে বেশ কয়েক জন পুলিশকর্মী দাঁড়িয়ে আছে। আর বোতলগুলি গুঁড়িয়ে দেওয়ার জন্য একটি বুলডোজার আনা হয়েছে। কিন্তু হঠাৎ বেশ কয়েক জন স্থানীয় পুরুষ ও পথচলতি মানুষ সেখানে হানা দেন। এরপর পুলিশের সামনেই দু’হাতে মদের বোতল তুলতে থাকেন। পুলিশ আটকাতে গেলে অনেকেই হাত ছাড়িয়ে চম্পট দেন। আবার কেউ কেউ পুলিশের হাত থেকেই মদের বোতল ছিনিয়ে পালিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
এক-দু’জন অবশ্য পুলিশের হাতে ধরা পড়ে মদের বোতল রেখে দিতে বাধ্য হন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনকি স্থানীয়দের দৌরাত্ম্যে বুলডোজারও থামিয়ে দিতে হয়। এই ভিডিয়োটি দেখে পুলিশের কর্তব্য এবং দায়িত্ব নিয়ে অনেকে প্রশ্নও তুলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here