পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ সপ্তম দফার নির্বাচন। এদিন সকালে যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুরে যান। সেখানে একটি বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা কেন্দ্রীয় বাহিনীর।
জানা গিয়েছে, সকালেই বারুইপুরের একটি কেন্দ্র পরিদর্শনে যান যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বুথের ১০০ মিটারের মধ্যে এত জমায়েত কেন, এই প্রশ্ন তুলতেই তুমুল বিক্ষোভের মুখে পড়েন সিপিএম প্রার্থী। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ভোটারদের দাবি, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল। সৃজন ভট্টাচার্য এসেই অশান্তি তৈরি করেন। এদিকে, সিপিএম প্রার্থীর অভিযোগ যে বুথের ১০০ মিটারের মধ্যে বড় জমায়েত করা হচ্ছিল। এই নিয়ে তিনি পুলিশেও অভিযোগ জানান। অভিযোগ পেয়ে পুলিশ এসে জমায়েত সরানোর চেষ্টা করে। এরপরই সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ, স্লোগান দিতে শুরু করে বিক্ষুব্ধ জনতা। তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। পরে কেন্দ্রীয় বাহিনী এসে জমায়েত সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
Sponsored Ads
Display Your Ads Here