চয়ন রায়ঃ কলকাতাঃ আজ ব্যাঙ্কশাল আদালত অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে এক দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, ইডির আধিকারিকরা অর্পিতার আবাসন থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা, ৮০ লক্ষ টাকার সোনার গহনা ও ৫৪ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করার পর গতকাল তাকে গ্রেফতার করা হয়। আর আজ সকালবেলা বেহালার জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার পর ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
সেই সময় আদালতে অর্পিতার শুনানি চলাকালীন ইডির পক্ষ থেকে সওয়ালে বলা হয় যে, ‘‘যা পাওয়া গিয়েছে তা পেঁয়াজের মতো, খোসা ছাড়ালেই নতুন তথ্য পাওয়া যাবে।’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code