মিঠু রায়ঃ কলকাতাঃ আজ ভোররাতে কলকাতা মেডিকেল কলেজে দেখা গেলো এক ভয়ানক দৃশ্য। গ্রিন বিল্ডিংয়ের চারতলার কার্নিশে করোনা রোগীকে ঝুলতে দেখা গেলো। যা দেখে হতবাক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীরা।
জানা গেছে, ওই করোনা রোগী হাসপাতালের জানলা গলে পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু জানলা থেকে শরীর গলে গেলেও নামতে পারেননি। প্রায় দেড় ঘণ্টা চার তলার কার্নিশে ঝুলেছিলেন। এই দৃশ্য নজরে আসতেই হাসপাতাল চত্বর জুড়ে একেবারে হৈচৈ পড়ে যায়।
এই ঘটনাটি দেখা মাত্র দ্রুত দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হলে তড়িঘড়ি দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী পিপিই কিট পরে এসে কার্নিশে ঝুলন্ত করোনা রোগীকে উদ্ধার করে। অতঃপর ওই করোনা রোগী পালাতে গিয়েও সফল হননি। আপাতত তাকে করোনা ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, “ওই করোনা রোগী কার্নিশের ওপর পা ঝুলিয়ে বসেছিলেন। এরপর তারা হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দিলে সবাই ওই করোনা রোগীকে সেখানে বসে থাকার অনুরোধ জানানো হয়। অবশেষে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়”।