নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ সারা দেশ জুড়ে করোনা সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। তাই ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে বিদ্যালয় খুলতে শুরু করে দিয়েছে। ফলে আজ থেকেই বেঙ্গালুরুতে কোভিডবিধি মেনে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী অবধি সমস্ত স্কুল খুলে দেওয়া হয়েছে।
বেঙ্গালুরুর শিবাজীনগর এলাকার সরকারী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা জানান, ‘‘আমরা কোভিডবিধি মেনে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু করে দিলাম। কিন্তু এখনই আপার কিন্ডারগার্টেন (ইউকেজি) ও লোয়ার কিন্ডারগার্টেন (এলকেজি) শিশুরা বিদ্যালয়ে আসছে না।’’
কর্ণাটক সরকারের এই সিদ্ধান্তে শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক এবং পড়ুয়া সকলেই ভীষণ খুশী।