নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল বিকেল থেকে বিশ্বভারতীর কর্তৃপক্ষ শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের সামনের রাস্তাটি পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু করেন। এর ফলে অসুবিধায় পড়েন স্থানীয় সুরশ্রী পল্লি এলাকার বাসিন্দারা। যার ফলে প্রশাসন বিশ্বভারতীর তত্ত্বাবধানে রাস্তা বন্ধের জন্য যে পাঁচিল তৈরি হচ্ছিল তার কাজ বন্ধ করে দিল।
সূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, ঘটনাস্থল থেকে নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। সম্প্রতি বোলপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করেছিলেন, “বিশ্বভারতীকে দেওয়া কালিসায়ের মোড় থেকে উপাসনা মন্দির পর্যন্ত রাস্তা ফিরিয়ে নেওয়া হবে”। আর তারপরেই উপাসনারগৃহের সামনে বোর্ড লাগিয়ে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয়দের অভিযোগ, লালপুল, চিত্রা মোড়ের তীব্র যানজট এড়িয়ে এই পথ হলো শান্তিনিকেতন যাওয়ার জন্য শর্টকাট রাস্তা। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঁচিল তুলে দেওয়ায় সমস্যায় পড়তে হবে তাদের।
Sponsored Ads
Display Your Ads Hereজেলাশাসক বিজয় ভারতী ঘটনাস্থলে এসে বলেছেন, ”সরকারী আইন অনুযায়ী জনসাধারণ দীর্ঘদিন ধরে যে রাস্তা ব্যবহার করছেন হঠাত্ করে সেটা বন্ধ করে দেওয়া যায় না। তাই খবর পেয়ে পুলিশ এসে এই কাজ বন্ধ করেছে।”
তবে এখনো পর্যন্ত এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।