চয়ন রায়ঃ কলকাতাঃ অষ্টম শ্রেণী থেকে বিদ্যালয় চালু করার পরই প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও বিদ্যালয় খোলা নিয়ে দাবী জানানো হচ্ছিল। এরপরই স্কুলশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ১৬ ই ফেব্রুয়ারী অর্থাৎ আগামীকাল থেকে প্রাথমিক-উচ্চ প্রাথমিক এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পঠনপাঠন শুরু করার নির্দেশিকা জারি করা হলো।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিশেষ নজর দিতে হবে। নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট আগে প্রত্যেকটি ক্লাসের পড়ুয়াদের বিদ্যালয়ে আসতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষে চাইলে কোভিড বিধি নিষেধ মেনে হস্টেল খুলতে পারে। আর আজ থেকেই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here