‘সরকার কখনো চায় না কেউ খুন হোক, রক্ত ঝরুক’, জানান মুখ্যমন্ত্রী

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ বীরভূমের রামপুরহাটে উপপ্রধান খুন ও একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,”আগামীকাল তিনি নিজে বগটুই গ্রামে যাবেন। আজই যেতেন কিন্তু এদিন সেখানে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা যাওয়ায় এদিন যাবেন না।”

এরপর সরাসরি বিজেপিকে আক্রমণ করেন বলেন, “সরকার কখনো চায় না কেউ খুন হোক, রক্ত ঝরুক। যারা সরকারে থাকে না তারা চক্রান্ত করে যাতে সরকারের নিন্দা হয়। রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক। যারা ঘটনা ঘটিয়েছে তারা কেউ ছাড়া পাবে না।”


এদিকে রামপুরহাটের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারকে খোঁচা দিয়ে টুইট করে লিখেছেন, “বীরভূমের রামপুরহাটে ভয়ঙ্কর হিংসা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজ্যে অরাজকতা ও হিংসার বাতাবরণের এটি একটি ইঙ্গিত। ইতিমধ্যেই আট জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যের মুখ্যসচীবের কাছ থেকে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে।”


ওই প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়কেকে ‘লাট সাহেব’ বলে কটাক্ষ করে বলেছেন, “এখানে একজন লাটসাহেব বসে রয়েছেন। কথায় কথায় বলছে সবচেয়ে খারাপ বাংলা। আর প্রতিদিন সরকারকে গালাগাল দিচ্ছে।”


“বাংলার একটা ঘটনা ঘটলে নিন্দা করা হয়। এখানের থেকে অনেক বেশী ঘটনা বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে হয়। উন্নাও এবং হাথরাসে দল পাঠালেও ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু এখানে রঙ না দেখে অ্যাকশন নেওয়া হবে।”

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930