অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামী দিনের কর্মসংস্থানের লক্ষ্যে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দশ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে যেসব যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের হাতেই এই নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
নবান্ন সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত ভাবে স্কিল ট্রেনিং নিয়েছে এমন দশ হাজার যুবক-যুবতীকে নিয়োগপত্র দেওয়া হবে। কলকাতা সহ রাজ্যের আরো দুই থেকে তিনটি জায়গায় এই ধরণের কর্মসূচী হবে। এরপর এই কর্মসূচী উত্তরবঙ্গে আয়োজিত হবে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি দক্ষিণবঙ্গে আরো দু’টি কর্মসূচী আয়োজিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় অনুযায়ী কর্মসূচীগুলির দিনক্ষণ স্থির করা হতে পারে। অন্য দিকে মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান শেষ করেই চার দিনের জেলা সফরে রওনা দেবেন।
Sponsored Ads
Display Your Ads Here