Indian Prime Time
True News only ....

মধ্যরাতেই ইডির দপ্তরে হাজির মেনকা গম্ভীর

- Sponsored -

- Sponsored -

চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল মাঝরাতেরবেলা আচমকা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর আইনজীবীকে সঙ্গে নিয়ে কয়লা পাচার কাণ্ডে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দপ্তর অর্থাৎ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন।

মেনকার আইনজীবী দাবী করেছিলেন যে, গতকাল ওই সময় তাকে তলব করা হয়েছিল। কিন্তু সিজিও কমপ্লেক্সে প্রবেশ করার মূল ফটক তালাবন্ধ থাকায় ইডির দপ্তরের গেটের নিরাপত্তারক্ষীকে জানানো হয় যে, তাদের ডাকা হয়েছিল বলেই তারা এসেছেন। এরপর গেট খুলে দেওয়া হলে মেনকা ও আইনজীবী হেঁটে লিফটে করে ইডির অফিসে গেলে সে সময় অফিস তালাবন্ধ থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কারোর সাড়া না পেয়ে ফিরে যান।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

কিন্তু ওই সময় মেনকাকে ইডি তলব করেছে কেন তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। এদিকে গত শনিবার রাতেরবেলা ৮ টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে ব্যাঙ্ককে যাওয়ার জন্য পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নেওয়ার সময়ই অভিবাসন দপ্তর বাধা দেয়।

প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরে অভিবাসন দপ্তরের একটি ঘরে বসিয়ে রাখা হয়। অভিবাসন দপ্তরের তরফ থেকে জানানো হয়, ইডি একটি বিশেষ মামলায় মেনকার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে। তাই বিমানে উঠতে পারবেন না এবং শহর ছাড়তে পারবেন না। তারপরই মেনকাকে তলবের নোটিশ ধরানো হয়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored