চয়ন রায়ঃ কলকাতাঃ আগামী ৭ ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে যাচ্ছেন। চার দিনের ওই সফরে নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ এর সম্ভাবনাও রয়েছে।
কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপোড়েন সহ জিএসটি নিয়ে বিবাদের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরই ওই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
বহু দিন ধরে বাংলার শাসকদল তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ না মেটানোর অভিযোগ তুলছে। নবান্ন সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে সেই বিষয়গুলিই তুলে ধরতে পারেন।
Sponsored Ads
Display Your Ads Here
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “শিক্ষা ক্ষেত্রে কেলেঙ্কারীর অভিযোগে রাজ্যের প্রাক্তন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার ও তাঁর ঘনিষ্ঠ এক মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার এই ঘটনায় নতুন কোনো মোড় আনতে পারে।”
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, নীতি আয়োগের বৈঠকের আগের দিন অর্থাৎ ৬ ই আগস্ট শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচন। আর ওই দিনই ফলাফল প্রকাশিত হবে।