চয়ন রায়ঃ কলকাতাঃ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল সুপ্রিমো শিক্ষক নিয়োগ নিয়ে তত্পর হন। রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, চলতি অর্থবর্ষেই অর্থাত্ পুজোর আগে ও পুজোর পরে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “পুজোর আগে ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক এবং ১০ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োজিত করা হবে। পুজোর পর মার্চের মধ্যে সাড়ে ৭ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হবে। মোট ৩২ হাজার নিয়োগপত্র দেবে রাজ্য সরকার”।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া লবি করার প্রয়োজন নেই। যারা পরীক্ষায় পাশ করেছেন তারাই একমাত্র চাকরী পাওয়ার অধিকারী। এতদিন আদালতে মামলা ছিল তাই নিয়োগ আটকে ছিল”।
Sponsored Ads
Display Your Ads Here
আজ সন্ধে থেকেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারভিউ লিস্ট দেখা যাবে। ইন্টারভিউয়ের জন্য কারা কারা ডাক পাচ্ছেন তা এই তালিকা থেকেই জানা যাবে।
Sponsored Ads
Display Your Ads Here