অমিত মহন্তঃ দক্ষিণ দিনাজপুরঃ কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জনসভা শুরু করলেন। এদিন মমতা প্রথমে হরিরামপুরে গৌতম দাস ও বিপ্লব মিত্রের সমর্থনে সভা করেন। এরপর বালুরঘাটের তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তের সমর্থনে বালুরঘাট টাউন ক্লাব মাঠে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
https://www.youtube.com/watch?v=kuM5xA3U6yc
Sponsored Ads
Display Your Ads Hereসংস্কৃতির শহর বালুরঘাট উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বালুরঘাটে নাট্য উৎকর্ষ কেন্দ্র তৈরি হয়েছে। আন্তর্জাতিক স্থলবন্দর হিলিতে বৈদেশিক বাণিজ্যে যাতে আরো কর্মসংস্থান হয় সেই ব্যবস্থা করেছেন। বালুরঘাটের লাইফ লাইন আত্রেয়ী নদী বাংলাদেশ বাঁধ দেওয়ায় বাংলাদেশের সাথে কথা বলা, বালুরঘাটে সাঁওতালি ভাষার গবেষণা কেন্দ্র তৈরি সহ মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে জানান তিনি”।
https://www.youtube.com/watch?v=wsFJCz31J7k
Sponsored Ads
Display Your Ads Hereকরোনা আবার বেড়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বহিরাগতদের এনে ছড়াচ্ছে। এটা “মোদি মেড ডিজাস্টার”। দেশে ওষুধ নেই, বিদেশে ওষুধ পাঠাচ্ছে। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসেছে, তাদের জায়গা দিতে হচ্ছে তাই সেফ হাউজ কমে গিয়েছে।
পুরো গভর্মেন্ট অফ ইন্ডিয়া নেমে গিয়েছে। দিল্লি বাংলা চালাবে না, বাংলা বাংলা চালাবে”।