রায়া দাসঃ কলকাতাঃ গতকাল উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রথমে স্থানীয়রাই সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। এই স্থানীয়রাই রেল যাত্রীদের উদ্ধার করে এগিয়ে আসেন। আর তাদের জন্যই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপহার ঘোষণা করেন। উত্তরবঙ্গ সফরের মধ্যেই এই ঘোষণা করেছেন। ট্রেন দুর্ঘটনার পর প্রশাসনকে সাহায্যকারী স্থানীয়দের প্রশংসাও করলেন। আর সেই সাহায্যের পুরস্কার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরী দিতে চলেছেন।
উল্লেখ্য যে, সকালবেলা ৮ টা ৪৫ মিনিট নাগাদ দার্জিলিঙের রাঙাজল এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে। ওই সময় ঝিরঝির বৃষ্টির মধ্যেই বিকট শব্দ পেয়ে স্থানীয়রা লাইনের দিকে ছুটে আসেন। তখন সামনের দিকের কামরা থেকে তখন অনেক যাত্রী নামতে শুরু করেছেন। কিন্তু পিছনের তিনটি বগির অবস্থা রীতিমতো শিউরে ওঠার মতো। একটি বগির তো এমনই অবস্থা যে, মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে গিয়ে প্রায় ত্রিশ ফুট উঁচু থেকে ঝুলছে। আর কামরাগুলি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে।