অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সল্টলেক সেক্টর ফাইভে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তল্লাশি চলাকালীন এক নজরবিহীন ঘটনা ঘটে গেল। এছাড়া আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি চলেছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর উপর এগারো তলায় অবস্থিত আইপ্য়াকের ওই অফিসে পৌঁছে গিয়েছেন। পাশাপাশি রাজ্যের মন্ত্রী সুজিত বসুও পৌঁছে গিয়েছেন।

এদিন, সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘিরে রেখেছিল। এরপর নিরাপত্তার জন্য সিআরপিএফ জওয়ানরা পৌঁছেছে। পাল্টা রাজ্য পুলিশের র্যাফও পৌঁছে গিয়েছে। প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো মমতা বন্দ্যোপাধ্যায় উপরে থেকে নীচে নেমে এসে জানান, “ভোর রাত থেকে তল্লাশি চলছিল। আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী। এটা ক্রাইম। সব কাগজ ছিনিয়ে নেওয়া লুঠ করা এটা করা ঠিক হয়েছে? নতুন করে আবার ফাইল তৈরী করতে করতে তো ভোট পেরিয়ে যাবে। আমাদের পার্টির আই ফোন, ল্যাপটপ, সব ডেটা, পার্টির যাবতীয় তথ্য এমনকি এসআইআর সংক্রান্ত নথি সব ফরেন্সিক টিম নিয়ে এসে ট্রান্সফার করেছে। সব টেবিল ফাঁকা।”

সেই সঙ্গে বলেন, “অমর্ত্য সেন, জয় গোস্বামীকে এসআইআরের নোটিশ পাঠিয়েছে। কমিশন ইচ্ছাকৃতভাবে বুঝে-বুঝে হেনস্থা করছে। ল্যাপটপ থেকে এসআইআর ডেটা, স্ট্রাটেজি, প্রার্থী লিস্ট সব লুঠ করে নিয়েছে। প্রতীকের বাড়িতেও গিয়ে সব নিয়ে নিয়েছে। ওরা ভোটের জেতার স্ট্রাটেজি ছিনিয়ে নিয়েছে। সব সীমা ছাপিয়ে গিয়েছে। টাকা-পেশী শক্তির ব্যবহার হচ্ছে। I am Sorry কিন্তু এই ইডি হানার পর আপনাদের আসন শূন্য হবে প্রধানমন্ত্রীকে বলছি অমিত শাহকে কন্ট্রোল করুন।”
Sponsored Ads
Display Your Ads Here









