ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ আবার নতুন করে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। এবার আন্দোলনকারীরা প্রধান বিচারপতি সহ ৭ জন বিচারপতির ইস্তফার দাবীতে হাইকোর্ট চত্বর ঘিরে ধরেছে। এক ঘণ্টার মধ্যে প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে বলা হয়েছে, নাহলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে, বিক্ষোভের মুখে পড়ে ইতিমধ্যেই প্রধান বিচারপতি আদালত চত্বর ছেড়ে পালিয়েছেন। আজ হাইকোর্টের শুনানিও স্থগিত করে দেওয়া হয়েছে। জল্পনা শোনা যাচ্ছে, প্রধান বিচারপতি ইস্তফা দেবেন।
জানা গিয়েছে, নতুন অন্তর্বর্তী সরকারের পরামর্শ ছাড়াই আজ বাংলাদেশের প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন। এই খবর পেতেই আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এদের মধ্যে অধিকাংশই পড়ুয়া বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের দাবি, প্রাক্তন প্রধানপতি শেখ হাসিনার নিয়োগ করা প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এক ঘণ্টার মধ্যেই প্রধান বিচারপতি সহ ৭ বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এই দাবিতে ঢাকায় হাইকোর্ট চত্বরে কমপক্ষে কয়েকশো আন্দোলনকারী অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে। তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছে। অনেকের হাতে জাতীয় পতাকাও রয়েছে।
আন্দোলনকারীদের দাবী, প্রাক্তন প্রধানপতি শেখ হাসিনার নিয়োগ করা প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এক ঘণ্টার মধ্যেই প্রধান বিচারপতি সহ ৭ বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এই দাবিতে ঢাকায় হাইকোর্ট চত্বরে কমপক্ষে কয়েকশো আন্দোলনকারী অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে। তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছে। অনেকের হাতে জাতীয় পতাকাও রয়েছে। আন্দোলনের সমন্বায়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ দেখাবে। তবে অন্য কোনও আদালতে বিক্ষোভ দেখানো হবে না। বিপুল পরিমাণ সেনাও মোতায়েন রয়েছে হাইকোর্ট চত্বরে।