নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত সরকারী দপ্তর ও মন্ত্রকগুলিতে মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন যে, আগামী আঠেরো মাসে দশ লক্ষ কর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে এই খবর জানিয়েছে।
ক্যাবিনেট সচীব রাজীব গৌবা জানান, “নরেন্দ্র মোদীর পর্যালোচনা বৈঠকটির দুই মাসেরও বেশী সময় পরে এই নির্দেশ এসেছে। পর্যালোচনার সময় তিনি কেন্দ্রীয় সরকারের সচীবদের নির্দেশ দেন যাতে দ্রুত বিভিন্ন দপ্তর এবং মন্ত্রকে কর্মী নিয়োগ করা হয়।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, বরাবরই বিরোধীরা বিভিন্ন সরকারী ক্ষেত্রে প্রচুর সংখ্যক শূন্য পদকে নিশানা করে থাকে। এর ফলস্বরূপ নরেন্দ্র মোদী সরকার বেকারত্বের প্রশ্নে বিরোধীদের সমালোচনার মাঝেই এই সিদ্ধান্ত নিয়েছে।