নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বর্তমানে নিরীহ পশুদের উপর বা পথ প্রাণীদের উপর অত্যাচার ক্রমাগত বেড়েই চলেছে। যা খুবই নক্কার জনক ঘটনা। এত দিন পর্যন্ত কোনো পশুকে হত্যা বা অত্যাচার করলে ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত। যদিও বা এই শাস্তির নজির খুব কম প্রকাশ্যে এসেছে।
যার জেরে এবার কেন্দ্র ৬০ বছরের এই পুরনো আইনকে পরিবর্তন করতে চলেছে। এবার কেন্দ্র কুকুরকে হত্যা বা কুকুরকে আঘাত করলে সর্বাধিক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি ৫ বছর পর্যন্ত কারাদন্ড দেওয়ার মতো কঠোর আইন চালু করার চিন্তা-ভাবনা করছে।
নতুন আইনের প্রস্তাবনায় তিন ধরনের অপরাধের উল্লেখ করা হয়েছে। একটি হলো স্বল্প আঘাত, দ্বিতীয়টি হলো আঘাতের ফলে শরীরের ক্ষতি ও তৃতীয়টি হলো আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা যেতে পারে। এছাড়া ক্ষেত্র বিশেষে এমন অপরাধীকে পশুটির মূল্যের তিন গুণ অর্থ জরিমানা হিসেবে দিতে হতে পারে। এমনকি পশুটির প্রাণ হারালে অপরাধীকে কারাদণ্ড দেওয়ার কথাও বলা হয়েছে এই সংশোধিত আইনে।
Sponsored Ads
Display Your Ads Hereসূত্রের খবর অনুযায়ী জানা যায়, আইন সংশোধনীর কাজ শেষ হলে সব মহলের মতামত নেওয়ার পরই এই নতুন আইনটি কার্যকর করা হবে।
সম্প্রতি এই প্রসঙ্গে বলা যায় যে, কেরলে বিস্ফোরক ভর্তি আনারস খাওয়ার পর হাতির মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমান আইনের ফাঁকগুলো আরো ভালোভাবে নজরে এসেছে।
পশু নির্যাতনকে কেন্দ্র করে বর্তমানে ভারতের বিভিন্ন আদালতে মোট ৩১৬ টি মামলা চলছে। যার মধ্যে এখনো ৬৪ টি মামলা সুপ্রিম কোর্টেই বিচারাধীন আছে। আর ৫ বছরেরও বেশী সময় থেকে মোট ১৯৯ টি মামলা চলছে।