নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের থানের মিরা রোড এলাকায় মাত্র ২০ টাকা নিয়ে ক্রেতাদের সাথে বচসার জেরে ২৬ বছর বয়সী বীরেন্দ্র যাদব নামে এক যুবকের মৃত্যু হলো।
স্থানীয় সূত্রে জানা যায়, “নিহত বীরেন্দ্র যাদব পেশায় একজন ইডলি-বিক্রেতা ছিলেন। শুক্রবার সকালে তিনি প্রতিদিনের মতোই রাস্তার ধারে খাবার বিক্রি করছিলেন। তবে তিন জন ব্যক্তি তার দোকানে এসে খাবার খেয়ে ২০ টাকা বাকি রাখতে চায়। তখন বীরেন্দ্র রাজি না হওয়ায় বচসা শুরু হয়। আর অল্প সময়ের মধ্যেই এই বচসা হাতাহাতিতে পরিণত হয়।
এরপর বীরেন্দ্রকে ওই তিন জন ব্যক্তি খুব জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি মাথায় খুব জোরে চোট পান। তারপরই সেখান থেকে ওই তিন জন অপরাধী পালিয়ে যায়। আর ততক্ষণে দোকানের সামনে ভিড় উপচে পড়েছে। তারপর সাথে সাথে প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় বীরেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন”।
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে বীরেন্দ্রর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে। এর পাশাপাশি তাদের খোঁজে তল্লাশিও শুরু করেছে। এমনকি ওই ৩ জন অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।