চয়ন রায়ঃ কলকাতাঃ গঙ্গার দূষণ আটকাতে কলকাতা পুরসভা এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো। যেখানে গার্ডেনরিচের দই ঘাটে পরীক্ষামূলক ভাবে গঙ্গাতেই কৃত্রিম ট্যাঙ্ক রাখা হবে। আর সেখানেই প্রতিমা বিসর্জন করা হবে।
পুরসভা সূত্রে বলা হয়েছে যে, বিসর্জনের ঘাটের সামনে একটি জায়গাকে ঘিরে দেওয়া হবে। সেখানে গঙ্গার জল থাকবে। ওই অংশেই কেবল প্রতিমা বিসর্জন হবে। ফলে ওই জল গঙ্গার জলের সাথে মিশবে না। পুরসভার কর্মীরা সেখানে থাকবেন। এরপর বিসর্জনের পরেই কাঠামো তুলে ফেলা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রতিমার রঙের জন্য বিসর্জনের পর গঙ্গার জলের দূষণের মাত্রা বেড়ে যায়। তারপর গোটা বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হলে ওই ঘেরা অংশের জল তুলে নিয়ে গিয়ে পরিশোধিত করা হবে। গত প্রায় আট থেকে দশ বছর ধরে কলকাতা সহ বিভিন্ন জেলাতে বিসর্জন দেওয়ার পর সাথে সাথে গঙ্গা থেকে কাঠামো তুলে নেওয়ার বন্দোবস্ত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
গ্রিন ট্রাইব্যুনাল দূষণ প্রক্রিয়া আটকাতে একাধিক নির্দেশ দিলেও বাস্তবে তা বাস্তবায়িত করা যায়নি। ফুল থেকে শুরু করে পচনশীল আরো বিভিন্ন ধরণের জিনিস গঙ্গায় ফেলতে নিষেধ করা হলেও তা মানুষের সচেতনতার অভাবে করা সম্ভব হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here