অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাস্তায় পণ্যবাহী গাড়ি থেকে পুলিশের তোলাবাজির অভিযোগ নতুন কোনো ঘটনা নয়। রাস্তায় বের হলেই অহরহ এই ছবি চোখে পড়ে। এবার তেমনই তোলাবাজির হাত থেকে বাঁচতে এক যুবক প্রাণ হারালো।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে যে, ট্যাংরা এলাকার বাসিন্দা আলাউদ্দিন নামে এক সব্জি বিক্রেতা কলকাতা লাগোয়া বিভিন্ন হাট থেকে সব্জি কিনে কলকাতায় কোলে মার্কেটে বিক্রি করতেন।
Sponsored Ads
Display Your Ads Here
সোমবার ভোরে ঘটকপুকুর থেকে সবজি কিনে কোলে মার্কেট যাওয়ার পথে কয়েকজন পুলিশকর্মী সব্জির গাড়ি দাঁড় করায়। এরপর মোটা টাকা দাবি করবে এই আশঙ্কায় গাড়ির দরজা খুলে পাশের ভেড়িতে ঝাঁপ দেন। আর তারপর থেকে আলাউদ্দিনের সন্ধান পাওয়া যাচ্ছিল না।
Sponsored Ads
Display Your Ads Here
আলাউদ্দিনের পরিবারের সদস্যরা খবর পেয়ে ভাঙড় থানায় পৌঁছে নিখোঁজ ডায়েরী দায়ের করেন। পরিবারের তরফ থেকে এও অভিযোগ করা হয় যে, “গাড়িতে আলাউদ্দিনের দু’জন বন্ধুও ছিল পুলিশ যাদের থানায় তুলে নিয়ে গিয়ে মোটা টাকা আদায় করেছেন”।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল আলাউদ্দিনের দেহ বাসন্তী হাইওয়ের পাশের একটি ভেড়ি থেকে উদ্ধার করা হলে আলাউদ্দিনের পরিবার-পরিজনেরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।