নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির তোরল পাড়া এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে পড়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
এই দুর্ঘটনায় অভিযোগ উঠছে যে, সরকারী বাসটি করোনা বিধিনিষেধ না মেনে প্রচুর যাত্রী নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে জলপাইগুড়ি থেকে হলদবাড়ির উদ্দেশ্যে বাসটি যাচ্ছিল। ঠিক সেই সময় সরকারী বাসটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে পড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনার জেরে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here