চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল কলকাতার জোড়াসাঁকো এলাকায় এক জন যুবক নিজের জন্মদিন উপলক্ষ্যে পার্টির আয়োজন করেছিল। আর পরদিন সকালবেলাই বাড়ি থেকে দগ্ধ দেহ উদ্ধার হয়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম প্রশান্ত পাণ্ডে ওরফে শিবম। বয়স ২৫ বছর। রবীন্দ্র সরণীর বাসিন্দা। তবে গত কুড়ি বছর থেকে ওই এলাকায় থাকত। মাসখানেক আগে নিউ আলিপুর এলাকার একটি সংস্থায় কাজে যোগ দেয়।
জানা যায়, আজ সকালবেলা প্রশান্তর দগ্ধ দেহ অচৈতন্য অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা জোড়াসাঁকো থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে প্রশান্তর হাত, পা ও পেটে পোড়া ক্ষত ছিল বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এই ঘটনা ঘটেছে কিভাবে তা এখনো অবধি জানা যায়নি। তবে এখনো পুলিশের কাছে এই বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। আর প্রাথমিক ভাবে এই ঘটনায় কোনো চক্রান্তের খোঁজও পাওয়া যায়নি। তবুও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি জন্মদিনের পার্টিতে কারা কারা আমন্ত্রিত ছিলেন? সেখানে কি ঘটেছিল সেই খোঁজও নেওয়া হচ্ছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট থেকে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Sponsored Ads
Display Your Ads Here